বেনাপোল(যশোর): যশোরের শার্শা উপজেলা থেকে একটি বাসসহ আন্তঃজেলা ডাকাতদলের ১২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নাভরণ-সাতক্ষীরা সড়কের সাতমাইল থেকে শার্শার বাঁগআচড়া ফাঁড়ির পুলিশ তাদের আটক করে।
আটক ডাকাতরা হলেন, শেরপুরে শ্রীবরদী থানার শেখ ইদ্রিস আলীর ছেলে ফরহাদ (২৪), যশোর আশ্রম রোড এলাকার মোহাম্মাদ শেখের ছেলে রবি শেখ (২৪), ফরিদপুরের নগরকান্দা থানার জাহাঙ্গীর মাতব্বারের ছেলে জসিম (৩০), ঢাকার নবাবগঞ্জ থানার রামলালের ছেলে সুভাষ (৪৪), ভোলা সদরের নুরুল ইসলামের ছেলে বিল্লাল (২৫), ফরিদপুরের বোয়ালমারী থানার শুকুর মোল্লার ছেলে মাছুদ (২৮), বরিশালের মুলাদী থানার জয়নাল আলীর ছেলে জলিল (৩২), পটুয়াখালীর দুমকি থানার রিয়াজ উদ্দীনের ছেলে বশির মোল্লা (৩২), ভোলার চরফ্যাশন থানার নুরুল ইসলাম ব্যাপারীর ছেলে আবুল হোসেন (৩০), যশোরের চৌগাছা থানার মালেক সরদারের ছেলে রবিউল ইসলাম (২৮), কুড়িগ্রামের উলিপুর থানার জলিল মিয়ার ছেলে শামিম (২৬) ও মানিকগঞ্জের ঘিওর থানার আ. জলিলের ছেলে আসলাম হোসেন (৩০)।
শার্শার বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বায়েজিদ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটকরা দীর্ঘদিন ধরে ব্যক্তিগত বাস নিয়ে চালক ও যাত্রীর ছদ্দবেশে সাধারণ যাত্রীদের কাছ থেকে ডাকাতি ও তাদের অপহরণ করে আসছিল। গোপন সংবাদ পেয়ে সন্ধ্যায় তাদের আটক করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫