ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

এবারও দেখা হলো না...

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
এবারও দেখা হলো না...

ঢাকা: দীর্ঘ প্রায় ৬ বছর পর সাক্ষাতের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত জাতিকে হতাশই হতে হলো। এর ফলে অনেক আশা নিয়ে থাকা দেশবাসীর হাসিনা-খালেদাকে একই ফ্রেমে দেখার সৌভাগ্য হলো না।


 
শনিবার (২৪ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান। সেই খবরে চুপ থাকতে পারেন নি আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
তিনিও দুই সন্তানের জননী, তাই শোকে কাতর সন্তানহারা অপর জননীকে সমবেদনা জানাতে দেখা করতে চান।
 
সবই ঠিক ছিল। কিন্তু শেষ মুহূর্তে দেখা পেলেন না খালেদা জিয়ার। শোক বিহ্বল খালেদাকে সুস্থ রাখতে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বলে জানান তার একান্ত সহকারী শিমুল বিশ্বাস।
 
তারপরও এলেন শেখ হাসিনা। কিন্তু মূলফটক না খোলায় ফিরে যান তিনি। সেই সঙ্গে যেন আক্ষেপের দীর্ঘশ্বাস ছাড়লেন কোটি মানুষ।
 
সর্বশেষ দু’নেত্রীর দেখা হয়েছিলো এমনই এক শোকাবহ পরিবেশে। ২০০৯ সালের ৯ মে শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়ার মৃত্যুর খবরে এভাবেই ছুটে গিয়েছিলেন খালেদা জিয়া।
 
শেখ হাসিনাকে সমবেদনা জানাতে ধানমণ্ডির বাসভবন সুধা সদনে সেদিন কালবিলম্ব না করেই ছুটে গিয়েছিলেন খালেদাও।
 
এরপর আর একসঙ্গে তাদের দেখা যায়নি। অবশ্য সম্ভাবনা দেখা গিয়েছিল। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে দুই নেত্রী অংশ নিয়েছিলেন, কিন্তু সবাইকে হতাশ করে নিজ নিজ অবস্থানে অটল থেকে সেনাকুঞ্জ ছাড়েন তারা। দেখা নেই, কথা নেই- জনগণের আশার গুড়েবালি পড়লো সেবারও।
 
এসব দেখেশুনে ‘অভ্যস্ত’ জনগণ হয়তো শনিবারের এ ঘটনায় খুব একটা অবাকও হননি।
 
বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।