ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
খুলনায় বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক প্রতীকী

খুলনা: খুলনার ফুলতলা উপজেলায় বিদেশি পিস্তলসহ মো. হাবিবুর রহমান শেখ (২১) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
শনিবার (২৪ জানুয়ারি) দিনগত রাত সোয়া ১০টার দিকে ফুলতলা বাজারের আনন্দ মিষ্টান্ন ভাণ্ডার নামের একটি দোকান থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।



হাবিবুর ফুলতলার খানজাহানপুর গ্রামের সাজ্জাদ শেখের ছেলে।
 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত.ম. রোকনুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ হাবিবুর শেখকে আটক করা হয়েছে। তাকে সঙ্গে নিয়ে আরও অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আটক হাবিবুর সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।