ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রামপুরায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
রামপুরায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ প্রতীকী

ঢাকা: রাজধানীর রামপুরার বনশ্রীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা ‍যায়নি।



শনিবার (২৪ জানুয়ারি) দিনগত মধ্যরাতে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

রামপুরা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) সুধন চন্দ্র বিষয়টি নিশ্চিত করে বাংলানিজকে বলেন, বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে র‌্যাব-৩ এর সঙ্গে ওই দুই ব্যক্তির ‘বন্দুকযুদ্ধ’ হয়। র‌্যাব বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। আনুমানিক রাত ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরো জানান, তাদের গায়ে শার্ট-প্যান্ট পড়া ছিল। একজনের বয়স আনুমানিক ৩৫ ও অপরজনের বয়স ৪০ হবে।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।