নওগাঁ: নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা দু’টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পাশে থাকা অপর একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি)সকাল পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, হঠাৎ টিআর ট্রাভেলসের একটি গাড়িতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় টিআর ট্রাভেলসের গাড়িটি পুরোপুরি পুড়ে যায়।
এছাড়া ডিপজল পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রীত বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় পাশে থাকা এসআর ট্রাভেলসের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়।
নওগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতাল চলছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৬টায় শুরু হওয়া এ হরতাল চলবে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে এক বিবৃতিতে বিএনপির স্বেচ্ছায় আত্মগোপনে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
** ২০ দলীয় জোটের হরতাল শুরু
বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫