ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
মাগুরায় যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

মাগুরা: মাগুরা সদর উপজেলার পাতুড়িয়া গ্রামে রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



রফিকুল ওই গ্রামের মৃত লাল বিশ্বাসের ছেলে।

মাগুরা সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাতে বাড়ির পার্শ্ববর্তী চায়ের দোকানে টিভি দেখছিলেন রফিকুল। রাত ১১টার দিকে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত ১টার দিকে বাড়ির কাছের একটি মাঠে তার গলা কাটা ও ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কারা কেন তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় হত্যা মামলা হয়েছে বলেও জানান তিনি।  
  
বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।