ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের কূটনীতির প্রামাণ্য গ্রন্থ প্রকাশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
বাংলাদেশের কূটনীতির প্রামাণ্য গ্রন্থ প্রকাশ

ঢাকা: দেশের ৪৩ জন পেশাদার কূটনীতিকের অভিজ্ঞতার আলোকে ‘সার্ভিং দ্য নেশন: রিফ্লেকশন অব বাংলাদেশ ডিপ্লোম্যাটস’ শীর্ষক প্রামাণ্য গ্রন্থ প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) উদ্যোগে শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানের এক রেস্তোরাঁয় গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।



বইটিতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় কলকাতায় প্রথম মিশন চালুর মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উত্তোলন থেকে শুরু করে সমসাময়িক কূটনীতি নিয়ে ৪৩ জন রাষ্ট্রদূত তাদের অভিজ্ঞতা স্মৃতিকথা হিসেবে তুলে ধরেছেন। এর মধ্যে ১১ জনই সাবেক পররাষ্ট্র সচিব ছিলেন।  

বিইআই সভাপতি ও সাবেক কূটনীতিক ফারুক সোবহানের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের বিশেষ দূত অধ্যাপক রেহমান সোবহান, সাবেক দুই পররাষ্ট্র সচিব ফারুক আহমদ চৌধুরী ও মোহাম্মদ মহসীন এবং ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

অন্যদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র সচিব সি এম শফি সামি, হুমায়ুন কবীর, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান, মোহাম্মদ জমির, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণসহ দেশি-বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

কূটনীতিকদের অভিজ্ঞতাসমৃদ্ধ বইটিকে একটি প্রামাণ্য দলিল হিসেবে উল্লেখ করেন এবং প্রকাশের জন্য বিইআই’র উদ্যোগের প্রশংসা করেন বক্তারা।

অধ্যাপক রেহমান সোবহান তার বক্তব্যে নানা স্মৃতিচারণ করে বলেন, পাকিস্তানের কাছ থেকে পৃথক হওয়ার মধ্য দিয়ে আমার কূটনৈতিক জীবন অপ্রত্যাশিতভাবে শুরু হয়েছিল। গত ৪৩ বছরে দেশের কূটনীতিতে অনেক কিছুই ঘটেছে। কিন্তু কখনোই তা এমন পরিসরে সামনে আসেনি।

মোহাম্মদ মহসীন বলেন, বইটি হচ্ছে বাংলাদেশের কূটনীতির সমসাময়িক ইতিহাস। একইসঙ্গে মুক্তিযুদ্ধের সময় সক্রিয় ভূমিকা ও স্বাধীনতার পর দেশ পুনর্গঠনে কূটনীতিকদের অবদানের প্রামান্য দলিলও।

ফারুক চৌধুরী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে অভিজ্ঞতা বইটিতে তুলে ধরেছেন ৪৩ জন কূটনীতিক। এটি শুধু দেশের জন্য দায়িত্ব পালনের কথাই নয়, বরং এ অভিজ্ঞতা নবীন ও উদীয়মান কূটনীতিকদের জ্ঞানকে সমৃদ্ধ করবে ও সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে।

বইটির শিরোনাম খুব সাধারণ হয়েছে মন্তব্য করে মাহফুজ আনাম বলেন, বইটির শিরোনামের প্রথম অংশ পড়ে বোঝার উপায় নেই যে, এতজন প্রাজ্ঞ কূটনীতিকের লেখা নিয়ে বইটি সম্পাদিত হয়েছে।

ফারুক সোবহান বলেন, সাবেক কূটনীতিকদের চোখে বাংলাদেশের পররাষ্ট্র নীতি কিভাবে আজকের ম্যাচিউরড অবস্থানে এসেছে তা বইটিতে উঠে এসেছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।