লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. জামাল উদ্দিন জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুমের সহযোগী ইউসুফ দলবল নিয়ে বশিকপুর গ্রামে জড়ো হচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও এসময় পাল্টা পাঁচ/ছয় রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫