চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলার খাদঘর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিল্লাল হোসেন (২৫) ও একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে শাহিন (২৪)।
আহতদের নাম জানা যায়নি। তবে এদের মধ্যে অটোরিকশার চালক ছাড়া সবাই বাখরাবাদ গ্যাস ফিল্ডের শ্রমিক বলে জানা গেছে।
তাদের কুমিল্লার কাবিলা এলাকার ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, সকালে যাত্রীবাহী অটোরিকশাটি খাদঘর এলাকায় পৌঁছুলে ঢাকাগামী কাভার্ডভ্যানের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যান। এ ঘটনায় আহত হন অটোরিকশা চালকসহ পাঁচজন।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির সাজেন্ট আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫