লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭ দোকান পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি দোকান মালিক ও ব্যবসায়ীদের।
শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবদুল আলিম জানান, রাতে একটি চাল-ডালের আড়ৎ থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে ৭ দোকান ও ডাচ বাংলা ব্যাংকের একটি বুথের মেশিনপত্র পুড়ে যায়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সালাহ উদ্দিন ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫