রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতার আশঙ্কায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার গোলাকান্দাইল ও বিশ্বরোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার সোনাব এলাকার জিয়াউল ইসলামের ছেলে তাজুল ইসলাম (৪২), গোলাকান্দাইল এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে মোজাম্মেল হক (২০), বিজয়নগড় এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে কাশেম মিয়া (৩২) ও নোয়াপাড়া এলাকার মাকসুদুল ইসলামের ছেলে হিমেল মিয়া (১৯)।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন ও আবুল কালাম আজাদ আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
আটকদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তারা।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫