ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হরতাল-অবরোধ প্রত্যাহার দাবিতে প্রেসক্লাবের সামনে সমাবেশ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
হরতাল-অবরোধ প্রত্যাহার দাবিতে প্রেসক্লাবের সামনে সমাবেশ ছবি: ফাইল ফটো

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরত‍াল-অবরোধ প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে কয়েকটি সংগঠন।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ সমাবেশ করা হয়।



বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সম্মিলিত ক্রীড়া পরিবার, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা লীগ, প্রচারলীগ ও সড়ক পরিবহন শ্রমিকলীগসহ বেশ কয়েকটি সংগঠন সমাবেশে অংশ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন- সড়ক পরিবহন শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম, আবুল হোসেন, আলম খান প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোট হরতাল অবরোধের নামে বাসে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করছে।  

অবিলম্বে এসব নাশকতা বন্ধ করা না হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।   খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করে রাখবে।

তাই দেশ ও মানুষের স্বার্থে এসব নাশকতা বন্ধ করাও আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।