ঢাকা: রাজধানীর পুরান ঢাকার সিএমএম কোর্টের পাশ্ববর্তী রাস্তায় পার্কিং করে রাখা একটি বেসরকারি টেলিভিশনের গাড়ি লক্ষ্য করে পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে পুরান ঢাকার জনসন রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারকোন বাড়ির লেনের গলি থেকে বের হয়ে দুর্বৃত্তরা ককটেল দু’টি বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টের একদল সংবাদকর্মী সংবাদ সংগ্রহের জন্য পার্কিংয়ে রেখে আদালতের ভেতরে গেলে গাড়িটি লক্ষ্য করে এ ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
গাড়ির চালক হাফিজ জানান, দুর্বৃত্তরা ককটেল দু’টি বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫