ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিএমএম কোর্টের পাশে দুই ককটেল বিস্ফোরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
সিএমএম কোর্টের পাশে দুই ককটেল বিস্ফোরণ প্রতীকী

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার সিএমএম কোর্টের পাশ্ববর্তী রাস্তায় পার্কিং করে রাখা একটি বেসরকারি টেলিভিশনের গাড়ি লক্ষ্য করে পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে পুরান ঢাকার জনসন রোডে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, কারকোন বাড়ির লেনের গলি থেকে বের হয়ে দুর্বৃত্তরা ককটেল দু’টি বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টের একদল সংবাদকর্মী সংবাদ সংগ্রহের জন্য পার্কিংয়ে রেখে আদালতের ভেতরে গেলে গাড়িটি লক্ষ্য করে এ ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

গাড়ির চালক হাফিজ জানান, দুর্বৃত্তরা ককটেল দু’টি বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।