ঢাকা: ছোট ছেলের মৃত্যুতে খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়ে ফিরে আসায় লজ্জাবোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত দলের নেতারাও এসময় কথা বলতে পারতেন বলে মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর দিন ২৪ জানুয়ারি বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। কিন্তু খালেদা জিয়া দেখা দেননি।
সূত্র জানায়, সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাওয়ার প্রসঙ্গ তোলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, আপনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, এতে সারা দেশের মানুষ আপনার প্রশংসা করেছে।
মুজিবুল হক চুন্নুর এ কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমি যোগাযোগ করে গিয়েছিলাম, গিয়ে দেখলাম গেট বন্ধ। ছোট গেট দিয়ে ঢুকতে চেয়েছিলাম, ছোট গেটটিও তালাবদ্ধ।
বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, একজন মা হয়ে আরেকজন মায়ের জন্য সমব্যথী হয়ে সমবেদনা জানাতে গিয়েছিলাম। কিন্তু বাইরে দাঁড়িয়ে থেকে চলে এলাম, ঢুকতে দিল না। এটা লজ্জার ব্যাপার। সামান্যতম সৌজন্যটুকু তো দেখলাম না। সেখানে বিএনপির অন্য নেতারাও তো ছিলেন, আমরা তাদের দেখিনি তা নয়। তারাও তো আমাদের সঙ্গে কথা বলতে পারতেন।
প্রধানমন্ত্রীর এ দেখা করতে যাওয়াকে রাজনীতিতে ইতিবাচক হিসেবে দেখা হলেও ‘পুত্রশোকে’ কাতর খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল বলে দাবি করছে বিএনপি।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫