পঞ্চগড়: পঞ্চগড়ে ট্রাক্টর (মাহেন্দ্র) চাপায় আব্দুল কাদের (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চালকসহ আরো দু’জন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের আমলাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের সদর উপজেলার ওই গ্রামের আমির হোসেনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে রমজান আলী (৪০) ও মোটরসাইকেল চালক মৃত কাশেম আলীর ছেলে রহমত আলী (৪২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ি থেকে জমি রেজিস্ট্রি করার জন্য আব্দুল কাদেরসহ তিনজন মোটরসাইকেলে করে পঞ্চগড় জেলা শহরে যাচ্ছিলেন। আমলাহার বাজারের কাছাকাছি এসে মালবাহী একটি ট্রাক্টরকে অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলসহ তারা রাস্তার উপর ছিটকে রাস্তায় পড়েন। এসময় মোটরসাইকেলের মাঝখানে বসা আব্দুল কাদের (৩৫) ট্রাক্টরটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত অপর দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫