গোপালগঞ্জ: হরতাল ও অবরোধের নামে দেশব্যাপী নাশকতা-সহিংসতা বন্ধের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কের বঙ্গবন্ধু কলেজের সামনে এক কিলোমিটার জায়গা জুড়ে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সরকারি বঙ্গবন্ধু কলেজ, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বীনাপানি উচ্চ বালিকা বিদ্যালয়, শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজ, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা বাস মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়নের নেতারাসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
শিক্ষার্থীরা ‘আমরা শান্তিতে এসএসসি পরীক্ষা দিতে চাই’, ‘পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা বন্ধ করো’, ‘গাড়ি পোড়ানো বন্ধ করো, জাতীয় সম্পদ রক্ষা করোসহ বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড ও ব্যানার প্রদর্শন করে শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫