সাভার: যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ দূষণের প্রতিবাদে সাভারের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পৌর গেন্ডা বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে পৌরসভার বিরুদ্ধে যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ দূষণ ও নদী দখলের অভিযোগ করে বক্তারা বলেন, যেখানে সেখানে ময়লা ফেলে খোদ পৌরসভাই পরিবেশের মারাত্মক দূষণ করছে। এছাড়া সাভারে একটি মাত্র নদী বংশাইকেও ময়লা ফেলে ব্যাপক ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।
এ সময় বক্তারা পৌরসভাকে দ্রুত যত্রতত্র মায়লা ফেলা বন্ধ করতে আহ্বানও জানান।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫