রংপুর: দিনাজপুরের কাহারোলে পেট্রোল বোমায় আহত আব্দুল মালেক (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল কাদের খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গত ২১ জানুয়ারি তাবলিগ জামাত শেষ করে ঢাকা থেকে একটি ট্রাকে করে নীলফামারী ফিরছিলেন আব্দুল মালেক। ভোরে দিনাজপুরের কাহারোলে পৌঁছালে ওই ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে মারে অবরোধ সমর্থকরা। এতে ট্রাকের চালকসহ আব্দুল মালেক আহত হন।
ওই দিনই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি মারা যান।
আব্দুল মালেকের বাড়ি নীলফামারী সদর উপজেলার বানিয়া পাড়ায়।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫