ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের সঙ্গে ব্লাস্টের মতবিনিময়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
সাংবাদিকদের সঙ্গে ব্লাস্টের মতবিনিময়

ঢাকা: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিনামূল্যে আইনি সহায়তা প্রদানকারী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

সোমবার দুপুরে পুরান ঢাকার জনসন রোডের ব্লাস্টের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



সভায় ব্লাস্টের ঢাকা ইউনিটের সমন্বয়কারী খোন্দকার আব্দুল মান্নান সভাপতিত্ব করেন। ব্লাস্টের সহকারী পরিচালক মাহবুবা আক্তার, অ্যাডভোকেসি অফিসার রোহানী সিদ্দিকা সেখানে উপস্থিত ছিলেন।

ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক লাল, সেক্রেটারি মশিহুর রহমানসহ অন্যান্য পত্রিকা ও অনলাইনের রিপোর্টাররা সেখানে উপস্থিত ছিলেন।
খোন্দকার আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, ঢাকা ইউনিটে স্টাফ সংখ্যা আটজন। একশ ৫০ জন প্যানেল আইনজীবী বিত্তহীনদের বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করেন।

ইউকে এইড, কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস এবং যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত ম্যাক্সওয়েল স্ট্যাম্প, ব্রিটিশ কাউন্সিল ও সেন্টার ফর ইফেকটিভ ডিসপিউট রেজুলেশনের সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সভায় ২০১৪ সালে ব্লাস্টের কার্যক্রম তুলে ধরা হয়। সভায় জানানো হয়, গত বছর ব্লাস্টে ৪৫৯টি অভিযোগ আসে। ২৩৮টি মামলা নিষ্পত্তি হয়। নতুন করে ২০৬টি মামলা দায়ের করা হয়। এছাড়াও ১১৭টি মামলা সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয় ও ১১০ জনকে পরামর্শ দেওয়া হয়।

১৯৯৪ সালে ব্লাস্ট গঠিত হওয়ার পর এ পর্যন্ত ১ হাজার আটশ ২৮টি মামলা চলমান আছে মর্মে সভায় জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।