ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কাস্টমস দিবস উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
কাস্টমস দিবস উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

রাজশাহী: আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রাজশাহীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) মহানগরীর নানকিং দরবার হলে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (মূসক বাস্তবায়ন ও আইটি) সদস্য ফিরোজ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন, মহানগর পুলিশের কমিশনার শামসুদ্দিন, রাজশাহী চেম্বার সভাপতি মনিরুজ্জামান।

সভাপতিত্ব করেন- রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার এএফএম আবদুল্লাহ খান। সেমিনারে স্বাগত বক্তব্য দেন- রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মোহাম্মদ রেজাউল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার শওকত আলী সাদী।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।