মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কভার্ডভ্যানে আগুন দেওয়ার মামলায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবুল হোসেন সরকারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মোল্লা জানান, শনিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাউশিয়া পাখি পয়েন্টে পণ্য বোঝাই একটি কভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। এ ঘটনায় রোববার গজারিয়া থানায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের অর্ধশত নেতাকর্মীর নামে মামলা দায়ের করে পুলিশ। আবুল হোসেন ওই মামলার অন্যতম আসামি।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫