ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শ্রমজীবী মানুষের ওপর নৃশংসতা বন্ধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
শ্রমজীবী মানুষের ওপর নৃশংসতা বন্ধের দাবি বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শ্রমজীবী মানুষের ওপর সব রকমের নৃশংসতা বন্ধে সরকার ও রাজনৈতিক দলগুলোকে দৃঢ় ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে শ্রমিক নিরাপত্তা ফোরাম (এসএনএফ)।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘চলমান রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে শ্রমিক হত্যা ও সাধারণ মানুষের ওপর নৃশংস আক্রমণ বন্ধ করো’ শীর্ষক মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংগঠনটি এ দাবি জানায়।



শ্রমিক নিরাপত্তা ফোরামের আহ্বায়ক ড. হামিদা হোসেন বলেন, দেশের শ্রমজীবী মানুষরাই এই রাজনৈতিক সহিংসতার শিকার হচ্ছে। নৃশংসতা বন্ধে সরকার ও বিরোধীদলসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।

বর্তমান সহিংস রাজনৈতিক সংকট নিরসনের জন্য উভয় দলকে আলোচনায় বসে এর সমাধান করারও আহ্বান জানান তিনি।  

রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে উপস্থিত বক্তারা বলেন, এটা কোন ধরনের আন্দোলন? এই আন্দোলনের মাধ্যমে দেশে বিশৃঙ্খলাই সৃষ্টি হচ্ছে, কিন্তু গণতন্ত্র রক্ষা হচ্ছে না, হবেও না। এ ধরনের সহিংস আন্দোলন বন্ধ করুন।
 
মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে বেশ কিছু দাবি পেশ করে সংগঠনটি। দাবিগুলো হলো- রাজনৈতিক সহিংসতায় নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, আহত শ্রমিকদের সুচিকিৎসা দেওয়া, পুনর্বাসন ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জীবিকার নিশ্চয়তায় সরকারি ব্যবস্থা গ্রহণ ও সকল নাশকতাকরীদের আইন অনুযায়ী বিচারের ব্যবস্থা করা।

আয়োজক সংগঠনের আহ্বায়ক ড. হামিদা হোসেনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন- কর্মজীবী নারী’র নির্বাহী পরিচালক রোকেয়া রফিক রেবী, মহিলা আইনজীবী সমিতির সহকারি পরিচালক অ্যাডভোকেট রাশিদা হোসেন, সংগঠনের সদস্য সচিব সৈয়দ সুলতান ইদ্দীন আহম্মদ, বিল্স’র সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, শ্রমিক নেতা নাজমা আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।