সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরের হরিণধরায় চামড়াশিল্প (ট্যানারি) স্থানান্তরের কাজ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, চামড়াশিল্প মালিকদের দাবির মুখে সরকার তাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে নানা রকম পদক্ষেপ নিলেও এখন পর্যন্ত হাজারিবাগের চামড়াশিল্প নগরী স্থানান্তরের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সাভারের হেমায়েতপুরে ট্যানারি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, দেশি-বিদেশি নানা চাপের কারণে সরকার রাজধানীর হাজারিবাগের চামড়াশিল্প নগরী স্থানান্তরে কাজ শুরু করলেও তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা রয়েছে।
তিনি আরো বলেন, আমাদের দেশে এখন বিনিয়োগের প্রধান অন্তরায় হলো ঋণের ক্ষেত্রে উচ্চ হারের সুদ। তবে এরই মধ্যে এই সুদের হার নিম্ন পর্যায়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ সময় তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য ডিউক চৌধুরী, হাজী রহিম উল্ল্যাহসহ চামড়াশিল্প প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫