ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ মিনার সংস্কার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
শহীদ মিনার সংস্কার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সমাজ সেবামূলক সংগঠন ‘কিশলয়’।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে স্থানীয় আছিম বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বক্তব্য রাখেন- স্থানীয় আছিম যুব সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি ডা. মজিবুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী রফিকুল ইসলাম আকন্দ, স্থানীয় ইউপি সদস্য মো. শহীদুল্লাহ প্রমুখ।

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত অব্যবস্থাপনা ও অবহেলার কারণে শহীদ মিনারটি ধ্বংস হয়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তারা এ শহীদ মিনারের সংস্কার দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।