মাগুরা: পৃথক লিঙ্গ পরিচয় না থাকায় দেশের হিজড়া সম্প্রদায় নানা ক্ষেত্রে বঞ্চনার সম্মুখিন হচ্ছে। এ কারণে দ্রুত তাদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি সংক্রান্ত গেজেট সব দপ্তরে পৌঁছে দেওয়ার দাবি জানানো হয়েছে।
যা মন্ত্রী পরিষদের চূড়ান্ত অনুমোদনের পর ১ বছর ধরে প্রকাশের অপেক্ষায় রয়েছে।
সোমবার দুপুরে মাগুরায় হিজড়াদের নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা লাইট হাউজের পক্ষ থেকে এইচআইভি এইডস প্রতিরোধ বিষয়ক সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
সংগঠনের কেশবমোড় কার্যালয়ে সাংবাদিক শামীম খানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন- লাইট হাউজ মাগুরার ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান, হিজড়া সম্প্রদায়ের প্রতিনিধি কাউন্সিলর তানিসা ইয়াসমিন চৈতী, সাংবাদিক রূপক আইচ অলোক বোস ও শফিকুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫