জাতীয় সংসদ অধিবেশন: শ্যালা নদী বর্তমানে স্বাভাবিক অবস্থায় রয়েছে বলে সংসদকে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর তারকা চিহ্নিত প্রশ্ন ৩৪৭’র জবাবে সংসদকে এ তথ্য দেন মন্ত্রী।
মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, ট্যাঙ্কার দুর্ঘটনার পর প্রায় ৩ লাখ ৫৮ হাজার লিটার ফারনেস অয়েল পানিতে নিঃসৃত হয়। এতে সুন্দরবনের বন্যপ্রাণী, বৃক্ষ ও জীববৈচিত্রের ওপর ক্ষতির সম্ভাবনা আছে। তবে বন বিভাগের স্থানীয় বনজীবীদের তাৎক্ষণিক সহায়তায় ১০ দিনব্যাপী ২০০টি নৌকার মাধ্যমে ছড়িয়ে পড়া তেলের ৬৮ হাজার ২০০ লিটার তেল সংগ্রহ করা হয়। বর্তমানে নিঃসৃত তেল ভাসমান অবস্থায় আর দেখা যাচ্ছে না।
তিনি বলেন, এই তেলে ম্যানগ্রোভ বনের ওপর দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনা নেই। তবে ঐ সময় ১০/১৫ দিন মৎসজীবীরা নদীর ঐ অংশে তেমন মাছ পাননি। ইতোমধ্যে শ্যালা নদীর পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে। এছাড়া বনের ও ক্ষয়ক্ষতি প্রতিরোধের লক্ষ্যে নিঃসৃত তেলের অংশ সুন্দরবনের মাটিতে, পানিতে এবং গাছ-গাছালির মধ্যে কিৎবা মৎস্য বা বন্যপ্রাণির দেহে প্রবেশ করছে কিনা বা তাদের স্বাভাবিক আচরণে কোনো পরিবর্তন আনছে কিনা তা পরীক্ষার জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে মনিটরিং করতে হবে। ইতোমধ্যে দীর্ঘমেয়াদী মনিটরিংয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মো. ফরিদুল হক খানের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সবধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য সুন্দরবনকে সংরক্ষিত বন ঘোষণা করা হয়েছে। এছাড়াও সুন্দরবনের প্রায় এক-চতুর্থাংশ এলাকাকে রক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে।
শামীম ওসমানের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজনৈতিক উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে রাস্তার পাশের গাছ কেটে ব্যারিকেড সৃষ্টির অপচেষ্টা করা হয়েছে। এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এজাহার করা হয়েছে। কোনো কোনো আদালতে বন আইনে মামলাও হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫