ঢাকা: বাংলাদেশের মঞ্চ নাট্যশিল্পীদের নাট্যচর্চাকে আরো শক্তিশালী ও সমৃদ্ধ করার লক্ষ্যে সপ্তাহব্যাপী ‘নির্দেশনা ও অভিনয়’ শীর্ষক কর্মশালার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান।
সোমবার (২৬ জানুয়ারি) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ০১ ফেব্রুয়ারি থেকে ০৭ ফেব্রুয়ারি, প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালার রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে তিন শ’ টাকা।
কর্মশালা সহায়তায় থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস ও থিয়েটার স্টাডিজ বিভাগ। পরিচালনায় থাকছে রাশন স্টেট ইউনিভার্সিটি অব থিয়েটার আর্টসের পরিচালনা বিভাগের ডিন এবং থিয়েটার প্রডিউসর।
অংশগ্রহনকারীদের আগামী ২৯ জানুয়ারির মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫