ঢাকা: বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ গ্রহণ করবেন বিএনপির ৫ নেতা। খালেদা জিয়া নিজেই তাদের মরদেহ গ্রহণের দায়িত্ব দিয়েছেন।
এরা হলেন- স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লা আল নোমান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এর এক কর্মকর্তা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
কোকোর মরদেহ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছুবে বলেও জানান তিনি।
গত শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫