নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে আবর্জনা ফেলার অপরাধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে (নাসিক) দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে শুনানি শেষে এ জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিষয়ক কর্মকর্তা আলমগীর হিরণ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশগত ছাড়পত্র না নেওয়া এবং নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কের সোল্ডারের ওপর দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ-প্রতিবেশের ক্ষতি করায় এ জরিমানা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর থেকে কোথাও স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড স্থাপনের জায়গা না পাওয়ায় সেখানে অস্থায়ীভাবে ময়লা ফেলা হচ্ছিলো। এরপর দুর্গন্ধ এড়ানোর জন্য বর্জ্যের উপর বালু ফেলে চলছিলো তাদের ময়লা ফেলা কার্যক্রম।
এছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের তরল বর্জ্য সরাসরি নদীতে ফেলে শীতলক্ষ্যা নদীর পানি দূষিত করা হচ্ছে।
এদিকে ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে কারখানা পরিচালনার অপরাধে রূপগঞ্জের ভুলতায় অনিক কম্পোজিট লিমিটেডকে ১৫ লাখ ও একই অপরাধে এসআইএফ টেক্সটাইল মিলস লিমিটেডকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫