জাতীয় সংসদ ভবন থেকে: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় টাকা নিয়ে প্রকল্পের কাজ না করায় ১২টি এনজিও’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না সে ব্যাপারে কোনো মন্তব্য করতে চাইলেন না পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
তিনি বলেন, আমি এই মন্ত্রণালয়ে যোগদানের পূর্বের ব্যাপার এটি।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
পীর ফজলুর রহমান একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি তুলে ধরে বলেন, একটি পত্রিকায় আজ (সোমবার) একটি রিপোর্ট হয়েছে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় নেওয়া ২৩৬ প্রকল্পের ৫০টির অবস্থা খুবই খারাপ। এ কারণে ১৯ প্রকল্পে সরকারি অর্থ ছাড় বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া সরকারি অর্থ নিয়ে ১২টি এনজিও কাজ করেনি। এসব এনজিও’র বিরুদ্ধে ব্যবস্থা নিবেন কি না?
ইলিয়াস উদ্দিন মোল্লার অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বোটানিক্যাল গার্ডেন বা চিড়িয়াখানায় কোক বা পানীয়ের মূল্য বেশি নেওয়া হলে না খাওয়াই ভালো। যদিও বিষয়টি আমার মন্ত্রণালয়ের অধীনে না। তারপরেও বলছি অতিরিক্ত দাম নেওয়া হলে সেসব জিনিস না খাওয়াই ভালো।
** শ্যালা নদী স্বাভাবিক
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫