জাতীয় সংসদ ভবন থেকে: মুক্তিযোদ্ধাদের যেমন তালিকা আছে, তেমনি স্বাধীনতা বিরোধীদেরও তালিকা করা হবে। রাজাকার-আলবদর-আলশামসদের তালিকা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদে এ কথা জানান।
মন্ত্রী জানান, বেতনভুক্ত রাজাকার-আলবদর-আলশামসদের একটা তালিকা ছিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। কিন্তু খালেদা-নিজামীর সরকারের সময়ে ওই তালিকাটি সুকৌশলে নষ্ট করে ফেলা হয়েছে। থানাগুলোতে অল্পসংখ্যক তালিকা আছে, আমরা তালিকা করার পদক্ষেপ নিয়েছি। কী প্রক্রিয়ায় তালিকা করা যায় সেটা পর্যালোচনা করা হচ্ছে। তবে রাজাকার-আলবদর-আলশামসদের তালিকা করা হবে।
অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার সম্মান দেওয়া হবে। তিন পর্যায়ে এটা করা হবে। যারা ভাতা নিতে চান তাদের তালিকা প্রকাশ করা হবে। যারা ভাতা নিতে চান না তাদেরও একটি তালিকা করা হবে। এই তালিকার কাজ শেষ পর্যায়ে রয়েছে।
** পূর্বের অনিয়মের দায় নিলেন না মন্ত্রী
** শ্যালা নদী স্বাভাবিক
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫