গাজীপুর: স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে গাজীপুরের শ্রীপুরে রফিকুল ইসলাম খাঁন (২৮) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. শামীম রহমান এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর (নোয়াগাঁও) গ্রামের বাসিন্দা। তার বাবার নাম উসমান খাঁন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উল কাদির বাংলানিউজকে জানান, উপজেলার রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে বখাটে রফিকুল স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই বিভিন্ন কটু কথা বলতো।
ওসি জানান, রোববার সন্ধ্যায় ওই বখাটে সেই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে তুলে আনার চেষ্টা করে। পরে ছাত্রীর অভিভাবক বিষয়টি শ্রীপুর উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যন শেখ ফরিদা জাহান স্বপ্নাকে জানালে, শ্রীপুর থানা পুলিশ রফিকুলকে গ্রেফতার করে।
এরপর সোমবার দুপুরে ওই বখাটেকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫