ঢাকা: রাজধানীর মিরপুরে মো. আমানুল্লাহ চৌধুরী সবুজ (২২) নামে এক যুবক প্রেমঘটিত কারণে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
সবুজের বাড়ি নরসিংদী জেলায় আমতলী গ্রামে। তার বাবা মো. শহীদুল্লাহ।
তার সহপাঠী ফজলুল হক জানান, মিরপুর-১০ সেনপাড়া পর্বত এলাকায় দশতলা ভবনের উপর থেকে সবুজ লাফিয়ে পড়লে এলাকাবাসী তাকে স্থানীয় আল হেলাল হাসপাতালে নিয়ে যায়।
অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সেখান থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তরিত করলে কর্তব্যরত চিকিৎসক সবুজকে ৫টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র।
ফজলুল হক আরও জানায়, ওই ১০তলা ভবনের পাঁচ তলার একটি মেসে থাকতো সবুজ।
বেশ কয়েকদিন ধরেই প্রেমঘটিত কারণে বাবা-মায়ের সঙ্গে তার অভিমান চলছিলো।
সবুজ মিরপুর আইডিয়াল ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির টেক্সটাইলের ছাত্র।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫