সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কললিয়া ইউনিয়নের হিজলা এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (২৬ জানূয়ারি) বিকেল ৩টার দিকে ডাবর-জগন্নাথ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মুক্তা (২৫), মিলি (২২), যাদব (৩৫) ও বাবুলকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, বিকেলে সুনামগঞ্জ থেকে একটি বাস জগন্নাথপুর যাচ্ছিল। পথে হিজলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ৩০ যাত্রী আহত হন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫