ঢাকা: আগামী ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো পাঁচদিনব্যাপী জাতীয় নৃত্যনাট্য উৎসবের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
৫ দিনের এ উৎসবে প্রতিদিন তিনটি নৃত্যনাট্য মঞ্চায়িত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, এনডিসি ও নৃত্যগুরুমাতা রাহিজা খানম ঝুনু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫