রাজশাহী: রাজশাহী মহানগরীতে পুকুরে ডুবে রনি রায় (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রনি মহানগরীর সিপাহীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম জিতেন রায়। এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।
বাবা জিতেন রায় জানান, মহানগরীর শাহ মখদুম (র.) দরগাহর সামনের পুকুরে বিকেল সাড়ে ৪টায় রনি গোসল করতে নামে। ওই সময় রনি গভীর পানিতে তলিয়ে যায়। পরে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা লোকজন রনিকে পানির নিচ থেকে উঠতে না দেখে, কয়েক মিলে পানিতে নেমে উদ্ধার করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে নেওয়ার পর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫