ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
রাজশাহীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

রাজশাহী: রাজশাহী মহানগরীতে পুকুরে ডুবে রনি রায় (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।



জানা যায়, রনি মহানগরীর সিপাহীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম জিতেন রায়। এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

বাবা জিতেন রায় জানান, মহানগরীর শাহ মখদুম (র.) দরগাহর সামনের পুকুরে বিকেল সাড়ে ৪টায় রনি গোসল করতে নামে। ওই সময় রনি গভীর পানিতে তলিয়ে যায়। পরে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা লোকজন রনিকে পানির নিচ থেকে উঠতে না দেখে, কয়েক মিলে পানিতে নেমে উদ্ধার করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে নেওয়ার পর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।