ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কটন কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
গাজীপুরে কটন কারখানার আগুন নিয়ন্ত্রণে ফাইল ফটো

গাজীপুর: তিন ঘণ্টার চেষ্টায় গাজীপুরের শ্রীপুরের বানিয়ার চালা এলাকার কটন কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস সদস্যরা।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ তাশারফ হোসেন বাংলানিউজকে বলেন, বানিয়ার চালা এলাকার ফরমোসা পলিকন কটন বিডি লিমিটেড (চায়না টেক্সটাইল মিল) নামের ওই কারখানায় দুপুর পৌনে ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেলে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার ইনচার্জ।  

কারখানার শ্রমিকদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চেষ্টা চালিয়ে ‍আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান জয়দেবপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আক্তারুজ্জামান।

সূত্র জানায়, আগুনে কারখানার গুদামে রাখা সুতা ও কাপড় পুড়ে গেছে। এঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ওই কারখানার দোতলা ভবনের নিচতলার সুতার গোডাইনে প্রথমে আগুন লাগে। পরে তা কারখানায় ছড়িয়ে যায়। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর, ভালুকা ও শ্রীপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট
আগুন নেভাতে কাজ শুরু করে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান ইনচার্জ তাশারফ হোসেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬,২০১৫

** গাজীপুরে কারখানায় আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।