ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পেট্রোলবোমায় দগ্ধদের প্রধানমন্ত্রীর অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
সিলেটে পেট্রোলবোমায় দগ্ধদের প্রধানমন্ত্রীর অনুদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিলেট: অবরোধে সিলেটে পেট্টোল বোমার আগুনে দগ্ধদের আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধদের হাতে ১০ হাজার টাকা করে তুলে দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।


 
এসময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. আব্দুস সবুর মিয়া, উপ পরিচালক ডা. আব্দুস সালাম, ডা. আব্দুস সালেহ আহমদ চৌধুরী, ডা. ইফতেকুল ফাত্তাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।