সিলেট: অবরোধে সিলেটে পেট্টোল বোমার আগুনে দগ্ধদের আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধদের হাতে ১০ হাজার টাকা করে তুলে দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. আব্দুস সবুর মিয়া, উপ পরিচালক ডা. আব্দুস সালাম, ডা. আব্দুস সালেহ আহমদ চৌধুরী, ডা. ইফতেকুল ফাত্তাহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
।