সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর, বেলকুচি ও বঙ্গবন্ধু পশ্চিম সেতু থানা পুলিশের পৃথক অভিযানে ১৮শ’ ৫৮ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- ঢাকা জেলার নবাবগঞ্জ থানার মহব্বতপুর গ্রামের শ্রী সাগর সরকারের ছেলে প্রদীপ সরকার (২৫), কুড়িগ্রাম জেলার চিলমারি থানার রমনা নতুন পাড়ার মোজাফ্ফর আলীর ছেলে আলম (২৪), বগুড়া জেলার ধুনট উপজেলার ভুতগাড়ী গ্রামের মৃত সিরাজের ছেলে মোহাম্মদ আলী (৩৮) ও তার স্ত্রী নাসিমা (৩৫) এবং বেলকুচি উপজেলার চন্দনগাঁতী গ্রামের মৃত সোরহাবের ছেলে রমজান আলী (৪৫)।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৮শ’ ৫৮ বোতল ফেনসিডিলসহ প্রদীপ ও আলমকে আটক করা হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫