ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে সঙ্গীসহ মোটরসাইকেল চালানোর দায়ে ১৫ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
রায়পুরে সঙ্গীসহ মোটরসাইকেল চালানোর দায়ে ১৫ জনের জরিমানা

লক্ষ্মীপুর: সরকারি নির্দেশনা অমান্য করে সঙ্গীসহ মোটরসাইকেল চালানোর অপরাধে ১৫ মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।



অর্থদণ্ডপ্রাপ্তদের নাম-পরিচয় জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেলে রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় সঙ্গীসহ মোটরসাইকেল চালানোর অপরাধে ১৫ জনকে আটক করে প্রত্যেকের কাছ থেকে ৫শ’টাকা করে জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।