গোয়ালন্দ(রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দে পৌর কর্মকর্তা-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
গোয়ালন্দ পৌরভবন সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদ।
এসময় উপস্থিত ছিলেন- গোয়ালন্দ পৌর কর্মকর্তা সংসদের সভাপতি মো. লুতফুল করিম (টিটো), সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সেলিম, গবিন্দ চন্দ্র মণ্ডল ও কাজল নাগ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫।