নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রুহুল জামিল (৪০) নামে জমি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার এশিয়ান হাইওয়ের বড়িবাড়ি এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের সুখেরটেক গ্রামের জমি ব্যবসায়ী রুহুল জামিল রোববার (২৫ জানুয়ারি) রাতে একই ইউনিয়নে কাঁচপুরে শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। তবে এরপর আর বাড়ি ফিরেননি। সোমবার এশিয়ান হাইওয়ের বড়িবাড়ি এলাকায় স্থানীয়রা জামিলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া লাশের আলামত থেকে ধারণা করা হচ্ছে- হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫