বগুড়া: বগুড়ার শাজাহনপুর উপজেলাধীন ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ী দ্বিতীয় বাইপাস সড়কের নিশ্চিন্তপুর এলাকায় কভার্ডভ্যানের ধাক্কায় মোবাশ্বের (০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অজ্ঞাতনামা আরও দুই পথচারী।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মোবাশ্বের শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের নন্দগ্রাম এলাকার বাসিন্দা। তার বাবার নাম মাহবুবুর রহমান।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি কভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট ১১-৫২১৪) ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা স্বজনদের কাছে আসার জন্য পার হওয়ার চেষ্টাকালে ধাক্কা লেগে শিশু মোবাশ্বের ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় অজ্ঞাতনামা আরও দুই পথচারীও আহত হন।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫