ঢাকা: অকাল প্রয়াত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সময়ের উপদেষ্টা আরাফাত রহমান কোকোর নামাজে জানাজা মিরপুরের ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করতে চান ক্রীড়া সংগঠকরা।
সোমবার(২৬ জানুয়ারি’২০১৫) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে কোকোর শোক বইয়ে স্বাক্ষর করার পর ক্রিকেট বোর্ডে গেম ডেভেলপমেন্টে কোকোর সাথে কাজ করা খন্দকার জামিলউদ্দিন সাংবাদিকদের কাছে এ আগ্রহের কথা জানান।
তিনি বলেন, আমরা পরিবারের কাছে আগ্রহের কথা জানিয়েছি। সম্মতি পাওয়া গেলে আমরা ক্রীড়া সংগঠকরা জানাজার আয়োজন করবো।
এসময় তার সাথে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরাও উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে খোলা শোক বইয়ে এদিন আরও স্বাক্ষর করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক প্রমুখ।
বাংলাদেশ সময় শনিবার দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মঙ্গলবার তার মরদেহ ঢাকায় পৌঁছাবে। একইদিন বায়তুল মোকাররমে জানাজা শেষে আর্মি কবরস্থানে তাকে দাফন করা হবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়ার সঙ্গে গ্রেফতার হন কোকো। ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পরদিন চিকিৎসার জন্য থাইল্যান্ড যান কোকো।
থাইল্যান্ড যাওয়ার পর মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় সেখান থেকে মালয়েশিয়ায় চলে যান কোকো। এরপর থেকে তিনি মালয়েশিয়াতেই অবস্থান করছিলেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫