ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে বাস ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
সাভারে বাস ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত

সাভার (ঢাকা): সাভারে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরতর আহত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ইউটার্ন নেওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহীকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে, মহাসড়কে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে হেমায়েতপুরের জামাল ক্লিনিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন।

জামাল ক্লিনিকের কত্যর্বরত চিকিৎসকরা জানিয়েছেন, বাসের ধাক্কায় তাদের মাথায় অঘাত পাওয়ায়; দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।