ঢাকা: রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় ৠাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (ৠাব) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নিহত ব্যক্তির স্ত্রী শাহীনুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এসে পরিচয় শনাক্ত করেন।
বন্দুক যুদ্ধে নিহত আবুল কালাম আজাদ (৪৫) ভোলা জেলার সদর থানার বাপতা গ্রামের খোরশেদ আলমের ছেলে।
বর্তমানে এই দম্পতি গাজীপুর টঙ্গী বাস্তুহারা বস্তির পেছনে চাঙ্কির টেক এলাকায় বসবাস করতেন।
শাহীনুর জানান, গত চার বছর আগে আমরা টঙ্গী চলে আসি। এর আগে মিরপুর-৭ নম্বর সেক্টরে থাকার সময় ওনার নামে অনেক মামলা ছিল। প্রাইভেটকার চালনোর চাকরি চলে যাওয়ার পরে উনি একটি বাসে ড্রাইভার হিসেবে কাজ শুরু করেন। গত ২১ ডিসেম্বর সন্ধ্যার পর বাসা থেকে বের হওয়ার পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়, বনশ্রী আইডিয়াল স্কুলের সামনের রাস্তায় চেকপোস্ট বসিয়ে একটি গাড়িকে দাঁড়ানোর নির্দেশ দিলে ভেতর থেকে কয়েকজন সন্ত্রাসী ৠাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ৠাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে এসময় তাদের গুলিতেই দুই সন্ত্রাসী মারা যায়।
হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান প্রফেসর হাবিবুজ্জামান চৌধুরী বাংলানিউজকে জানান, ইতোমধ্যে দুই ব্যক্তির ময়নাতদন্ত শেষ হয়েছে। একজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। ১০ দিনের মধ্যে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত না হলে লাশ আঞ্জুমানে মফিদুলে হস্তান্তর করা হবে।
** রামপুরায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫