ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা ক্যান্টনমেন্ট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
ঢাকা ক্যান্টনমেন্ট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ঢাকা: ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা সেনানিবাস প্রতিষ্ঠানের মাঠে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।



প্রধান অতিথির বক্তব্যে তিনি ছাত্রীদের প্রযুক্তি জ্ঞানসম্পন্ন আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ গ্রহণ করার পরামর্শ দেন এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল ইসলাম শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশের জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধূলার মাধ্যমে মন ও শরীর গঠনের উপর গুরুত্বারোপ করেন।

বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতায় ২ হাজার ৩শ’র বেশি শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

শিক্ষার্থীদের ব্যাঙ দৌড়, তিন পায়ে দৌড়, একশ’ মিটার দৌড়, দুইশ’ মিটার দৌড়, বস্তা দৌড়, হাঁড়ি দৌড়, চারশ’ মিটার রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

সবশেষে মুক্তিযুদ্ধ, আবহমান বাংলার লোকজ ঐতিহ্য ও আদিবাসী সংস্কৃতির সংমিশ্রণে এক মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে প্রায় চারশ’ শিক্ষার্থী।

প্রতিযোগিতায় জাহানারা ইমাম হাউস চ্যাম্পিয়ন ও বেগম রোকেয়া  হাউস রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

এসময় অনুষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ও সদর দপ্তর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী এ এস এম আরিফ, শিক্ষা পরিদফতরের পরিচালকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।