ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নাবিক পদে নারীর নিয়োগ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
নাবিক পদে নারীর নিয়োগ

জাতীয় সংসদ ভবন থেকে: সংসদ কার্যে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমানে সশস্ত্র বাহিনীতে কর্মকর্তা ও অন্যান্য পদবীতে মোট ৩ হাজার ১ শ’ ৮০ জন নারী কর্মরত রয়েছেন। আরও বেশি সংখ্যক নারী কর্মকর্তা নিয়োগের জন্য প্রচারণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এছাড়া নাবিক হিসেবে নারীদের নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দশম সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সশস্ত্র বাহিনীতে কর্মরত নারী সদস্যদের মধ্যে সেনাবাহিনীতে ২ হাজার ৬ শ’ ৮৬ জন, নৌবাহিনীতে ২ শ’ ৭০ জন এবং বিমান বাহিনীতে ২ শ’ ২৪ জন রয়েছেন।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সশস্ত্র বাহিনীতে নারীর অধিকার সম্পৃক্ত করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নৌবাহিনীতে ২০১২ সাল থেকে বছরে একবারের পরিবর্তে দুই বার করে নারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পুরুষ কর্মকর্তাদের পাশাপাশি নারী কর্মকর্তাদেরকেও বিএসসি (পাস) ডিগ্রির পরিবর্তে বিএসসি (সম্মান) ডিগ্রি দেওয়ার বিধান প্রবর্তন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

** ৩৬ মিনিটে উত্তরা-মতিঝিল
** ঢাকা জেলায় কৃষির অস্তিত্ব নিয়ে মন্ত্রীর সংশয়
** রাজাকার-আলবদর-আলশামসদের তালিকা হচ্ছে
** পূর্বের অনিয়মের দায় নিলেন না মন্ত্রী
** শ্যালা নদী স্বাভাবিক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।