যশোর: যশোরের চারটি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্ব গ্রহণ করেছেন।
রোববার (২৫ জানুয়ারি) রাতে যশোর জেলা পুলিশের এক পত্রে শার্শা, চৌগাছা ও বেনাপোল ইমিগ্রেশন থানায় নতুন ওসিদের যোগদানের নির্দেশ দেওয়া হয়।
সোমবার (২৬ জানুয়ারি) স্ব স্ব থানায় নতুন ওসি’রা দায়িত্ব গ্রহণ করেন।
এছাড়াও শুক্রবার (২৩ জানুয়ারি) জেলা পুলিশের আদেশে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহম্মেদকে বদলি করা হয়।
জেলার শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদার রহমানের পরিবর্তে নতুন ওসি হিসেবে গোলাম কিবরিয়া, চৌগাছা থানার ওসি আকরাম হোসেনের পরিবর্তে শহিদুল ইসলাম, অভয়নগর থানার ওসি ছয়রুদ্দিন আহম্মেদের পরিবর্তে শেখ নাসির উদ্দিন ও বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আক্তারুজ্জামানের পরিবর্তে আসলাম খান নতুন ওসি হিসেবে যোগদান করেছেন।
যশোরের পুলিশ সুপার আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুলিশের বদলি একটি নিয়মিত প্রক্রিয়া। তবে বেনাপোল ইমিগ্রেশনের ওসি আক্তারুজ্জামান মিশনে আফ্রিকায় যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫