বরিশাল: বরিশালে মিরাজ নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলী হায়দার আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত মিরাজ নগরের হাটখোলা ঝালাইপট্টি এলাকার মৃত হাতেম আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৩ আগস্ট সকালে চর-কাউয়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ মিরাজকে আটক করে বন্দর থানা পুলিশ। ওই দিনই বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার বিচারক এ রায় দেন।
বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫